তোমার প্রেম!
ভালোবাসা, আদর সোহাগ,
স্নেহ মমতায় ডাকা, কিছুই চাই না আমি।
শুধুই ভালোবাসতে চাই আর- ভালোবেসেই যাবো।
বিনিময়? ওহ! না বিনিময় ?
সে তো বেচা কেনার মতো,
আর -ভালোবাসা বা কিছু পাবার জন্য তো ভালোবাসিনি আমি।
সে বলিল, কি চাও তুমি আমার কাছে?
কিছুই চাই না, চাইলে তো…
দেওয়া নেওয়ার মধ্যে আবদ্ধ হয়ে যায় ।
আমিতো তোমাকে ভালোবাসি ,
তাইতো- আমি চাই না কিছুই ।
তাকে শুধালে সে কথা ,সে জিজ্ঞাসিল ,তাহলে ?
এই বিশ্ব ব্রহ্মান্ডের যত নক্ষত্র ,গ্রহরাজ, চন্দ্র তারা,
আর - এরা চলছে নিজ নিজ কক্ষপথে।
কক্ষপথ যে তার নির্দিষ্ট করা,
এর বাইরে যাবার ক্ষমতা যে তার নেই ।
আমিও চলছি আমার কক্ষপথে ,যেথায় থাকো তুমি
আর তোমার আশেপাশে ।
আমি গ্রহরাজ, আর তুমি সেই কক্ষপথ,
যেথায় আমি কেবল ঘুরছি।
তাহলে কি চাও আমার কাছে ?
গ্রহরাজ বিরামহীন শুধু ঘুরছে আর ঘুরছে
তার এতটুকুও থামবার ফুরসত নেই যে ,সে একটু জিরিয়ে নিবে ।
সে তো তার কাছে কিছুই চায় না,
কিন্তু সে তাকে ঘিরে কেবল চলছে তো চলছেই
সে তো ভালোবেসেই চলছে, বিনিময় তো নেয় না ।
বিনিময়ে কিছু নিলে তাকে যে থামতে হবে, আর তখনই তো …
আমার ভালোবাসার কবর খুড়তে চাইনা
চাইনা শ্বশানের ছাই বানাতে
তোমাকে শুধুই ভালোবাসতে চাই
আমাকে ভালোবাসতে দাও
কোন বিনিময় না, না প্রেম না ভালোবাসা,
না কোন অন্য কিছু ।