শীতের ভোর
বিধান
                                    
আঁধার কালো রাতটি শেষে
আসলো শীতের ভোর,
খোকন সোনা উঠলো জেগে
খোল এবার দোর।
গোল করোনা তোমরা সবে
খোকন তুলছে হাই,
শীতের পোষাক পরে সবাই
হাটতে চলো যাই।
সকাল বেলা হাটলে পরে
শরীর সতেজ হয়,
শীতের কাঁথা গায়ে দিয়ে
শুয়ে থাকা নয়।
বাইরে এসে দেখ তোমরা
হালকা পবন বয়,
শিশির কনা ঘাসের উপর
জলমল করে রয়।
পুব আকাশে উঠছে রবি
আলোয় ভরলো মাঠ,
হাটা শেষে বাড়ি গিয়ে
মন দিয়ে কর পাঠ।