সাধু
বিধান চন্দ্র ধর
সাধু সেজে বসে আছে
লোক দেখানোর জন্যে,
দুঃখ কষ্টে কাঁদে মানুষ
আসে না তার কর্ণে।
সাধু ভাবা অতি সহজ
কর্ম অতি ভারী,
তিনটে লক্ষণ না মানিলে
কপাল পুড়বে তারই।
পরের দুঃখে কাঁদতে হবে
নিজের দুঃখ মেনে,
হাসতে হবে সবার সুখে
সব মানুষকে চেনে।
পরের কল্যাণ করে চিন্তন
সকল সাধু জনে,
সবাই যেন সুখে থাকে
জপে মনে মনে।