শরতের সকাল
বিধান

শরৎ কালের হিমেল হাওয়া
লাগলো গায়ে ভোরে,
খোকন সোনা খাটের ওপর
আছে ঘুমের ঘোরে।
পুব গগনে রবির উদয়
জেগে দেখ বাবু,
গগন পানে রঙের মেলা
যেন রূপের যাদু।
শিশির কণা দুর্বা ঘাসে
ঝলমল করে হাসে,
পুকুর জলের ওপর দেখ
পদ্ম ফুল যে ভাসে।
কামিনী ফুল ফুটে আছে
গাছের ডালে ডালে,
ঘুঘু পাখি খেলছে দেখ
মোদের ঘরের চালে।
নদীতে চাও পাল তোলা নাও
চলছে সারি সারি,
যাত্রী যেন নায়ে করে
যাচ্ছে তাদের বাড়ি।
নদীর ধারে ফুটে আছে
সাদা সাদা কাশফুল,
সকাল বেলার রুপ দেখিয়া
আনন্দে হও মশগুল।