রোজার শেষে
বিধান চন্দ্র ধর
তিরিশ টি দিন রোজার শেষে
আসবে খুশির দিন,
আল্লাহ্ তুমি ক্ষমা করো
তোমার দেয়া ঋণ।
রোজার দিনে এই কামনা
তোমার নিকট মোর,
আঁধার যতই আসুক ধরায়
তুমিই দিও ভোর।
আকাশ বাতাস তরু লতা
অগ্নি খাদ্য জল,
গাছের মাঝে দিলে তুমি
কত্ত রকম ফল।
এত্ত কিছু দান করেছ
ছেড়ে বিনিময়,
তোমার মহিমা বর্ণন মোর
তুমিই কৃপাময়।
কত যে পাপ করি মোরা
ক্ষমা করে দাও,
তোমার গুণে মাফ করিও
আর্জি আমার নাও।