প্রাণের বন্ধু
বিধান

বন্ধু তুমি কেমন আছো
জানতে ইচ্ছে করে,
তোমায় চাই যে পাশে আমি
যেওনা যেন সরে।
অনেক ইচ্ছা জাগে আমার
তোমার সাথে চলি,
মনের কথা গুলো আমি
তোমার কাছে বলি।
সুখে দুখে আমরা দুজন
রইবো পাশাপাশি,
একই সাথে দুজন মিলে
করবো হাসাহাসি।
অনেক কথা  রইল জমা
বলবো তোমার সনে,
তুমিই আমার প্রাণের বন্ধু
এটাই রেখো মনে।