নিরবে
বিধান চন্দ্র ধর
নিরবে নিভৃতে যতন করে
রেখেছো তুমি হৃদয়ে ধারণ,
জানিনা কেন করলেনা প্রকাশ
ডর,ভয়,বাধা, না ছিল অন্য কোন কারণ।
রেললাইনের ধারে পথে যেতে যেতে
কত কথা হয়েছিল নিরবে নিভৃতে,
হয়নি প্রকাশ হৃদয়ের ছোট্ট কথা,
অমরত্ব লাভ হোক, তোমার বিশুদ্ধ ভালোবাসা।
আবারও হলো দেখা, কাহারও বিবাহ বাসরের রাতে,
কত যে কথা হলো তোমাতে আমাতে,
যাহা ছিল তোমার অমলিন হাসিতে।
তবুও হয়নি বলা হৃদয়ের ছোট্ট কথা,
অমরত্ব লাভ হোক, তোমার বিশুদ্ধ ভালোবাসা।
হয়তো পেয়েছো কাহারও বারণ,
হয়েছে হৃদয়ে রক্তক্ষরণ,
তবুও নিরবে রেখেছো স্মরণ,
করে নিয়েছো হয়তো অনিচ্ছাকে বরণ।