নগর বধু
বিধান চন্দ্র ধর
বিহার রাজ্যের বৈশালীতে বাস করতো এক নারী
রুপটি ছিল যে তার বিশ্বরুপা বিশ্ববাহারী।
যৌবনকালের রুপ দেখে তার পাগল সব লোক
বিয়েটা যে তারে করবে সবে এটাই সবার ঝোঁক।
শিশু কালে তারে পেয়েছিল বাপ আম্র গাছের তলে
এই কান্ডটি দেখিয়া বাপে ভাষায় নয়ন জলে।
একদা বাপ ডাকিয়া কহে ক্ষমতাধর ধনবানে
বিবাহ করিয়ে দাও হে আমার অভাগী কন্যাধনে।
সভাসদ কহে সকল পুরুষ তোমার কন্যা চায়
নগরবধুর উপাধীতে তারে সকলে যেন পায়।
এই ঘোষনা আসিল যখন কপালে রাখিয়া হাত
নগরবধু রুপে তৈরী হলো নাই কোন আর মাত ।