মায়ের কোলে
বিধান
মায়ের কোলে খেলছে শিশু
খুশির রেখা মুখে,
নয়ন মেলে রইল চেয়ে
শুয়ে মায়ের বুকে।
নারে তাহার হাত দুখানা
মুখটি বাঁকা করে,
মারছে ঝাঁকি দুই পা দিয়ে
একটু পরে পরে।
ওয়া ও করে কথা বলতে
সে যে চেষ্টা করে,
তাহার খেলা দেখছি আমি
নয়ন দুটি ভরে।