মায়ের কামনা
বিধান চন্দ্র ধর
আমার মায়ের হাসি মাখা
মুখটি দেখতে বেশ
মহিমা তার বর্ণন করলে
হবে নাকো শেষ।
গর্ভে ধারণ করে আমায়
যত্ন শুরু তার
দশটি মাস পরখে রাখে
দৃষ্টি বারে বার।
নরাচরা করলে আমি
খুশি মায়ের মুখ
তৃপ্ত চোখে তাকিয়ে মা
পায় যে অতি সুখ।
যখন আমি থেমে থাকি
মুখ হয়ে যায় ভার
কখন আমি উঠবো জেগে
সেই কামনা তার।
প্রার্থনা তার প্রভুর কাছে
করে বারেবার
সুস্থ ভাবে পৃথিবীতে
তারে কর পাড়।