মায়ের হাতের তালের পিঠা
বিধান
ভাদ্র মাসে তাল পাকিলো
খাবো তালের পিঠা,
মাগো তুমি বাড়িয়ে দিও
একটু খানি মিঠা।
গরম গরম পিঠা খেতে
ভারী মজা লাগে,
আমার পাতে দিও যে মাগো
দাদার পাতের আগে।
বাবা গেলো তাল পাড়িতে
সাথে গেলো দাদা,
বোনটি আমার চাউল কুটে
করে নিলো সাদা।
গাছের উপর হতে বাবা
তাল টপাটপ ফেলে,
কুড়িয়ে নিয়ে আসলো দাদা
ঘরে রাখলো মেলে।
তাল হতে ছাল ছাড়িয়ে মা
রস বাহিরে আনে,
কি আনন্দ লাগছে আমার
তালের রসের ঘ্রাণে।