মায়ের আদর
বিধান
চান্দলা,বি-পাড়া,কুমিল্লা
বৃষ্টির দিনে ঘরে আমি
লিখতে বসি ছড়া,
ডাক দিল মা তখন আমায়
নাড়লো দরজার কড়া।
দরজা খুলে দেখলাম আমি
মায়ের মুখের হাসি,
বলছি মাগো তোমায় আমি
অনেক ভালোবাসি।
পাগল ছেলে বলে মা যে
বুকে টেনে নিলো,
মায়ের আদর পেয়ে আমার
দু:খ যে দূরে গেলো ।