মানুষ হও
বিধান চন্দ্র ধর
ধনের টানে করলে কত
উৎপাত কদাচার,
সারা দেশে ছাপা হলো
তোমার সমাচার।
ত্রপা শরম নাই কি তোমার
করে এমন কাজ,
চলো আবার বুক ফুলিয়ে
দিয়ে নায়ক সাজ।
অন্যের জমি দখল করে
হলে জমিদার,
তোমার জন্য করে তারা
যত হাহাকার।
ধন সম্পদে বড় হলে
ঠকিয়ে সব লোক,
প্রভুর কাছে আর্তি তাদের
কেঁদে ভাসায় বুক।
এত লোকের অভিসম্পাত
খোদা কৃপাময়,
একদিন তুমি পড়বে ধরা
সত্যের হবে জয়।
আলোর পথে এসো তুমি
অন্যায় দিয়ে ছাড়,
সবার কিন্তু হতে হবে
ভব নদী পাড়।
সত্যের গুনে গুনী হয়ে
মানুষ তবে হও,
অসৎ রাস্তা ছেড়ে এবার
বিধাতার নাম লও