মানুষ হবি কবে
বিধান
ভবের লীলা সাঙ্গ হবে
নয়ন গেলে বুজে,
তবুও কেন মানুষ এত
ধন দৌলত খুঁজে।
বাড়ি লাগবে গাড়ি লাগবে
লাগবে মোটা টাকা,
মরণ কালে যাবে না কিছু
হাতটি থাকে ফাঁকা।
চাকরি করো একটা তুমি
মস্ত বড়ো কর্তা,
যাহা ইচ্ছা তাহাই কর
না মেনে ধর্ম বার্তা।
তোমার কাছে রাষ্ট্র দিল
মহান এক কর্ম,
অন্যায় কর দুর্নীতি করো
না মেনে তুমি ধর্ম।
অসৎ পথে কামাও টাকা
গরীব দুঃখী ঠকে,
আড়ালে গিয়ে সকল যেন
তোমা কিন্তু বকে।
অসৎ হয়ে থাকবি কত
মানুষ হবি কবে,
থুথু ছিটায় মুখ পানে যে
ভবের লোক সবে।
অনেক হলো ফেরাও হেন
তুমি তোমার হুঁশ,
চাও ক্ষমা প্রভুর কাছে
স্বীকার করে দোষ।
স্মরণে রেখো একদা যেন
শেষ বিচার হবে,
সুপথে চলো এবার তুমি
মরেও সুখ পাবে।