খোকন ঘুমায়
বিধান

আকাশ জুড়ে হাজার তারা
মিটিমিটি জ্বলে,
ঐ খানেতে চাঁদ মামাটা
হেসে কথা বলে।
খোকন সোনা ঘুমো এখন
চাঁদের হাসি দেখে,
কাল দুপুরে ভাত যে দিবো
হাঁসের ডিমটি মেখে।
ঘুমপাড়ানির  গান শুনে আজ
খোকন নিদ্রা যাবে,
ভাদ্র মাসের তালের পিঠা
কাল সকালে পাবে।
তাড়া করে ঘুমিয়ে যাও
আমার লক্ষী সোনা,
ললাটে তোমার এটে দিলাম
আশীর্বাদের চুমা।