কাজের খোঁজে
বিধান চন্দ্র ধর

অলস সময় পার করছি
মরি আমরা লাজে,
বেকার হয়ে দেশের বোঝা
লাগছি নাতো কাজে।
নিজের কাছে নিজেই যেন
হয়ে গেলাম বোঝা,
দেশের মাঝে প্রতিটা দিন
চলে কাজের খোঁজা।
সকল সনদ সাথে নিয়ে
কাজের খোঁজে ঘুরি,
মনের মাঝে ভাবনা আসে
করবো নাকি চুরি?
বিবেক আমায় বা‍ধা দেয়
সুশিক্ষিত আমি,
ছিড়বো আজি সনদ সবি
বিবেক বড়ো দামি।
চাষার ছেলে চাষা-ই হবো
মাঠে ফলবো সোনা,
রাখবো নাতো ফাঁকা কভূ
মাটির একটু কোনা।