জোয়ার ভাটা
বিধান চন্দ্র ধর
১৪/০৫/২০২৪

সুসময়ের বন্ধু বটে
কত জয়জয়কার,
অসময়ে কেউ থাকে না
শুধুই হাহাকার।
এই ধরাতে কমে যখন
ধন যশ আর খ্যাতি,
রক্তের বাঁধন ছিন্ন করে
ভাই বোন আর জ্ঞাতি।
জোয়ারে  পুঁটিও লাফায়
ভাটায় নাই যে কই,
ভাটি বেলায় সব ছেড়ে যায়
কেউ থাকেনা সই।
কলিজাটা করলে  ভুনা
লবন হইছে কম,
তীর্যক কথায় বুলি শুনায়্
না ফেলিয়া দম।