যুদ্ধে যাবো

বিধান

বন্ধু এবার চলো দেখি
যুদ্ধে মোরা যাই,
পাকিস্তানি সব হায়েনাদের
খতম করতে চাই।
যুদ্ধে মোদের জিততে হবে
নয়তো জীবন দিবো,
তবু মোরা মানবো না হার
স্বাধীন করে নিবো।
পরের অধীন থাকবোনা আর
স্বদেশ মাটি চাই,
কামান নিয়ে চলোরে ভাই
যুদ্ধে চলে যাই।
বন্ধু তুমি কামান ধরে
করবে যখন তাক,
ফায়ার করে মারবো আমি
মরবে শত্রুর ঝাঁক।
শত্রু মেরে পাশে এসে
বসবে বীরের বেশে,
দেশটা এবার স্বাধীন হলো
বলবো মোরা হেসে।