হৃদয় ভাঙা বুক
বিধান চন্দ্র ধর
বদলে নিলে রাস্তা তুমি
ভুলে সকল কিছু ,
চোখের আড়াল করে দিলে
ঠেলে আমার পিছু।
আমার কণ্ঠ না শুনিলে
অধীর তুমি হতে,
অপেক্ষা যে করতে কত
হৃদের ছোয়া পেতে।
হার না মেনে আসতে তুমি
ভেঙ্গে যত বাঁধা,
ছুটতে তুমি কৃষ্ণের কাছে
হয়ে যুগের রাধা।
ভালোবাসো বলেছিলে
হাতে গোলাপ তুলে,
কেমন করে গেলে তুমি
এই কথাটি ভুলে।
প্রার্থনা মোর প্রভুর প্রতি
থেকো তুমি সুখে,
তোমার স্মৃতি রেখে দিলাম
হৃদয় ভাঙা বুকে।