গাঁয়ের অগ্রহায়ন
বিধান

ধান কাটার যে ধুম লেগেছে
অগ্রহায়ণে ভাই,
সেই ছবিটা দেখতে চলো
গাঁয়ের বাড়ি যাই।
শহর ছেড়ে যেতে মোদের
পড়বে  পল্লীর মাঠ,
আরো বন্ধু দেখবে তুমি
বেদে চড়ার ঘাট।
গায়েঁর পথে হাটবে যখন
দেখবে মাঠে ধান,
কৃষকেরা ধান কাটিতে
গায় যে সারি গান।
গাঁয়ের বাড়ি সবার ঘরে
পিঠা পায়েস হয়,
হেমন্তের  আমেজ গাঁয়ে
দারুণ সুখময়।
নতুন ধানের পিঠা পুলি
রোজ সকালে খাই,
তাইতো আমি প্রতি বছর
গাঁয়ের বাড়ি যাই।
বন্ধু তুমি তাড়া করে
তৈরী হয়ে নাও,
চাই যে আমি অগ্রহায়ণের
গাঁয়ের ছোঁয়া পাও।