গাছের শাখে বসে কোকিল কুহু কুহু ডাকে ,
শীতের শেষে নৌকাগুলো বাঁধা নদীর বাঁকে।
নদীতে নাই পানি তো আর খেয়া হলো ফাঁকা,
থোক থোকা থোক পানির ছাপ যে যেন ছবি আঁকা ।
শিমুল গাছের শাখে ভরা রক্তিম রাঙা ফুলে,
কৃষ্ণচুঁড়া ফুল যে আবার হাওয়ার তালে দোলে ।
হলুদ গাদা ফুলের মালা খোপায় পরে নারী,
বসন্ত বরণ করতে তারা সকাল ছাড়ে বাড়ি।
প্রকৃতির এই রুপটি আমি সকল সময় খুজি,
রুপ দেখিয়া মনে হয় মোর ফাগুন এলো বুঝি ।