ঈদ আসছে
বিধান
ঈদ আসছে ঈদ আসছে
যাবো তোমার বাড়ি,
সঙ্গে আমি যাইবো নিয়ে
মিষ্টি এক হাঁড়ি।
বন্ধু তুমি রইবে চেয়ে
আমার পথ পানে,
অনেক কথা বলবে তুমি
আমার কানে কানে।
ঈদের দিনে সকাল বেলা
হলুদ মেখে গায়ে,
সাজবো মোরা অপুর্ব সাজে
সারার পর নেয়ে।
যাবো এবার ঈদগাঁ মোরা
করবো কোলাকুলি,
বলবো কথা দু'জন মিলে
কোকিল সুরে বুলি।
আমার মনে ভাবনা কত
তোমায় নিয়ে ভাই,
ক'দিন পরে ঈদ মোদের
মন ছুটেছে তাই।