কোন মোহতে আছি ভবে
আপন কেহ নাই,
সকল আশা ছেড়ে দিলাম
প্রভু তোমায় চাই।
দন্ত আমার নড়েচড়ে
হস্তে যে নাই বল,
আপন ভাবা লোকগুলো আজ
করছে যত ছল।
পা-দুখানা চলেনা আর
কাঁপে ঠকাঠক,
একটূতেই আজ হাঁপিয়ে যাই
বুক করে ধকধক।
গায়ের চামড়া হইলো ঢিলে
কানে শুনিনা,
চুল পাকিয়া সাদা হইলো
চোখে দেখিনা।
একলা ঘরে শুয়ে বসে
নিশি দিন কাটাই,
ধরার বুকে কত লোক আজ
সময় কারো নাই,
দেহ ঘড়ি আর চলেনা
সময় অতি কম,
মাঝে মাঝে মনে যে হয়
যাচ্ছে বুঝি দম।
দয়া করে প্রভু তুমি
ত্বরা করো পাড়,
ঘাটের মরা হয়ে আমি
চাই না থাকতে আর।