বন্ধু স্বজন মা
বিধান চন্দ্র ধর
১৩/০৫/২০২৪
বন্ধু স্বজন আছে কত
ভবের মেলায় ভাই,
মনের ভাষা বুঝবে যে গো
তার তুলনা নাই।
এই ধরাতে বন্ধু যত
সবার উপর মা,
তাহার সাথে আর কাহারো
নাই যে তুলনা।
খুব সহজে বুঝতে পারে
মনের যত দুখ,
বুকে টেনে আদর করে
বাড়িয়ে দেয় সুখ।
মায়ের চেয়ে বড় স্বজন
এই ধরাতে নাই,
অন্যরা সব স্বার্থ খোঁজে
চাই শুধু আর চাই।
বন্ধু স্বজন উপরেতে
বোঝা অতি ভার,
অন্তরেতে বিষের কোটা
রহিয়াছে তার।
বন্ধু হতে স্বার্থ নিয়ে
কত লোকের ভিড়,
স্বার্থ কেটে গেলে পরে
শূন্য তোমার নীড়।