বিজয়ের বাণী
বিধান চন্দ্র ধর

একাত্তরে দেশ পেয়েছি
পাক হানাদার মুক্ত,
দেশের মানুষ দেশ গঠনে
হয়েছি সবাই যুক্ত।
পরাধীনতা চাই না যে আর
হয়েছি আজ স্বাধীন,
গুনগুনিয়ে গান গেয়ে যাই
বাজিয়ে হৃদে বীণ।
পরনির্ভর হইবো  না আর
কাজ করিব সবে,
গঠন করব সোনার বাংলা
লিখা রইবে ভবে।
ঘুষ বাণিজ্য থাকবে নাকো
এই আমাদের আশা,
সমান সুযোগ পাবে দেশের
ধনী গরীব চাষা।