বাংলাদেশী সেনা
   বিধান

চাহনিতে যে তার রক্তচক্ষু
দেখতে অগ্নিশর্মা,
কেশ যেন তার ক্ষুদ্রাকৃতি
কর্মে তরিৎকর্মা।
দেশের তরে শপথ নিয়ে
লড়তে যদিও হয়,
মরবে সে যে হাসিমুখে
তবুও আপোষ নয়।
প্রশ্রয় না দেয় দুর্নিতিকে
এটাই বিশ্বাস দেশবাসীর,
নিরাপদ রাখে দেশমাতাকে
আঘাত হতে ভিনদেশীর।
দুর্যোগে সে হয় আগুয়ান
পরিস্থিতি সব বুঝে,
ত্রান বিলাতে সবার আগে যেন
গরীব দুঃখী খোঁজে।
মানুষ যেন সে  অশান্ত শান্ত
এটাই সকলের জানা,
গোটা বিশ্বে উজ্জল যে নামে
বাংলাদেশী সেনা।