অভিগমন
বিধান চন্দ্র ধর
কোথায় মম অভিগমন
জনিতা মোর নাই,
আছে কোথায় তাহার মতো
আশ্রয় বল ভাই।
ছোট্ট কালে তুলিয়া কোল
ভরাতো তার বুক,
গুজিয়া মুখ তাহার বুকে
পেতাম অতি সুখ ।
মানুষ হতে কিশোর কালে
শাসন ছিল তার,
বাঁধা ও বারণ না শুনিলে
করিতো মুখ ভার।
যৌবন কালে গল্প কত
করতো বাণী পাঠ,
বলতো করে শ্রুতি মধুর
কাব্যিক যত হাট।
রাখতো মোরে বাহুর ডোরে
ছিল যত্ন তার,
চলেই গেল আমায় ছেড়ে
ঠাঁই কোথায় আর।