এ-পৃথিবীতে ভালোবাসায় মৃতরা কখনো লাশ হয় না,
ভালোবাসায় মৃতদের জন্য কেউ কখনো এক ফোঁটা চোখের জল ফেলে না,
ভালোবাসার কারণে মৃত্যুর জন্য কখনো মৃত্যু সনদ পাওয়া যায় না,
যারা ভালোবাসা দিয়ে হত্যা করে তাঁদের কখনো ফাঁসি হয় না।
এ-পৃথিবীতে অজস্র আইন থাকলেও ভালোবাসায় হত্যার জন্য কোনো আইন এই পৃথিবীতে নেই।
এ-এক অদ্ভুত মৃত্যু, এক অদ্ভুত হত্যা।
যে নির্মম পাষাণ মানুষটা ভালোবাসার আগুন জ্বালিয়ে দিয়ে একদিন চোখের জলের সমুদ্রে ভাসিয়ে ছেড়ে চলে গেল তাঁর শাস্তির জন্য কোনো আদালত এ-পৃথিবীতে নেই।
এ-পৃথিবীতে ভালোবাসায় মৃত্যুই একমাত্র মৃত্যু যা পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু; কখনো কখনো মৃত্যুকেও তো বহন করা যায়, কিন্তু ভালোবাসার কারণে জীবন্ত নিথর মৃতদেহটাকে বহন করে নিয়ে যাওয়া যায় না।
একটি মানুষ বুকের গহিনে খুব সংগোপনে তিলে তিলে নিঃশেষ হয়ে যাচ্ছে, অথচ কেউ দেখছে না।
একটি মানুষ উত্তাল ঢেউয়ের সাথে সমুদ্রে তলিয়ে যাচ্ছে, নিঃসহায় হয়ে বাঁচার জন্য তীব্র আকুতি জানাচ্ছে, অথচ তীরে দাঁড়ানো মানুষরা তা দেখেও এক টুকরো খড়কুটো পর্যন্ত এগিয়ে দেয় না।
দেহগত মৃত্যু হওয়ার আগে কত মানুষ এভাবে খুব গোপনে মরে যাচ্ছে এ-পৃথিবীতে, সেইসকল গোপন মৃত্যুর সংবাদ এই পৃথিবীর কারও কাছে কখনো পৌঁছায় না।