শেষ পর্যন্ত তোমাকেই চাই।
অনন্ত আকাশের মতো বিশাল হয়ে চাই।
পাই বা না পাই তোমাকেই চাই।
কথা দিলাম পেলে হব সংসারী।
না পেলে আমৃত্যু পাখি হয়ে যাব।
বেদনার নীল জলে ভেসে হব এক কবি, সোনালি সন্ধ্যার নিবিড় নিস্তব্ধতার মতো এক কবি, গোধূলিবেলার বিষণ্ণ সোনালি আকাশের মতো এক কবি।
তবুও তোমাকেই চাই।
তোমাতেই মিশে যেতে চাই।
তোমাতেই নিবিড়ভাবে মিশে যেতে চাই, দীর্ঘ পথ অতিক্রমের পর একদিন সাগরে এসে যেভাবে মিশে যায় নদী;
দীর্ঘ রাতের পর দিন নেমে এলে যেভাবে আকাশের সাথে মিশে যায় তারাদের দীপ্তি।