নিষিদ্ধতা, অবৈধতা আর গোপনীয়তাই প্রেমের প্রাণ, আনন্দ ও সৌন্দর্য।
যে প্রেম যত গোপন সেই প্রেমের আনন্দও তত গভীর, মধুর আর স্নিগ্ধ।
এখানে প্রেম অনন্ত উল্লাসে ডানা মেলে মুক্ত আকাশে উড়ে বেড়ায়।
বৈধতা বা স্বীকৃতি একপ্রকার প্রেমের মৃত্যু ঘটায়।
তাই বিয়ের মতো বৈধ সম্পর্কের পর প্রেম তার সমস্ত জীবনীশক্তি, স্নিগ্ধতা আর সৌন্দর্য হারাতে বাধ্য।
তাই যতক্ষণ পর্যন্ত সম্পর্ক বৈধতা না পাচ্ছে বা গোপনীয় থাকছে ততক্ষণ পর্যন্ত প্রেমের অপার অনাবিল উল্লাসে ভাসো, কারণ বৈধতার পর অচিরেই প্রেম বিনিঃশেষ হবে এটা একরকম নিশ্চিত থাকো।
বৈধতার পর যেকোনো একটি ঘটবে।
হয়তো প্রেম পর্বের বিনিঃশেষ হয়ে ভালোবাসা বা মায়ার বন্ধনে ধাবিত হবে, নয়তো কিছুই হবে না, বাকি জীবন একটা লোকদেখানো নীরস সম্পর্কে পার করে দিতে হবে।
আচ্ছা বলতে পারো, প্রেমের প্রধান প্রাণশক্তি কী?
হ্যাঁ, প্রেমের প্রধান প্রাণশক্তি হচ্ছে পাওয়া না-পাওয়ার দ্বন্দ্ব বা অনিশ্চয়তা।
অনিশ্চয়তার ভয়ই প্রেমকে প্রতিনিয়ত প্রাণ দেয়।
বৈধতার পর আর কোনো অনিশ্চয়তা থাকে না।
তখন সবকিছু উন্মুক্ত হওয়ার পর প্রেমের সেই স্নিগ্ধ আনন্দ হারিয়ে যায়।
একটি বুনো পাখির কথাই চিন্তা করো।
পাখিটিকে প্রকৃতিতে মুক্ত অবস্থাতেই মানায়।
মুক্ত অবস্থায় পাখিটি মুক্ত আকাশে বাঁধভাঙ্গা উল্লাসে উড়ে বেড়ায়।
পাখিটিকে যখন তোমার নিজের করে পেতে খাঁচায় বন্দি করো তখন সে তার অনন্ত আকাশে উড়বার সমস্ত জীবনোচ্ছ্বাস হারিয়ে ফেলে।
খাঁচায় আবদ্ধ অবস্থায় পাখিটি তখন জীবন্মৃত অবস্থায় পড়ে থাকে।
পাখিটি কিন্তু এখন তোমার নিজের।
অথবা একটি বুনো ফুলের কথাই একটু চিন্তা করো।
ফুলটিকে অরণ্যের গহিনে বৃক্ষেই শোভা পায়।
ফুলটিকে যখন নিজের করে পেতে তুমি বৃন্তচ্যুত করো, তখন ফুলটি ধীরে ধীরে তার সমস্ত সজীবতা হারাতে থাকে।
একসময় ফুলটি শুকিয়ে পড়ে।
ফুলটি কিন্তু এখন তোমার নিজের, কিন্তু শুকিয়ে যেতে বাধ্য।