তুমি অনন্তবিস্তৃত আকাশ হলে।
আমি তোমাকে পাওয়ার জন্য সেখানে পাখি হলাম।
তুমি আকাশ থেকে নেমে নিঃসীম সমুদ্র হলে।
আমি তোমাকে পাওয়ার জন্য সেখানে বর্ণিল মাছ হলাম।
তুমি সমুদ্র থেকে মাটিতে এসে দিগন্তপ্লাবিত প্রান্তর হলে।
আমি ক্লান্ত দেহ নিয়ে সেখানে সবুজ শস্যের সম্ভার হলাম।
তুমি শেষমেশ কবিতা হলে।
আমি ক্লান্ত-অবসন্ন হয়ে কবিতার জমিনে শব্দের পর শব্দ হলাম।
আমি আজ এক ক্লান্ত কবি, তুমি কবিতা।
তুমি আর অন্য কিছু হলে আর কিছু হওয়ার সাধ্য আমার নেই।
প্রেমের জন্য মানুষ এর চেয়ে বড় আর কিছু হতে পারে না।