অবন্তী তুমি কেমন আছো?
বুঝি আগের মতই হাসো টোল ফেলে?
সন্ধ্যা ঘনিয়ে এলে পড়ার টেবিলে আকো কি আমার ছবি?
যাহ, কি বকছি আবোল তাবোল।
তুমি কি আর আগের তুমি আছো?
শুনেছি, বেশ বদলে গিয়েছো।
জানি, আগের মত আমায় স্বপ্ন দেখো না,
গাল ফুলিয়ে অভিমানের মানুষটিও নেই আমি।
তবু জানো কি?
আজও আমি স্বপ্ন দেখি তোমায়।
কোন এক শীতের প্রহরে এক গুচ্ছ গোলাপ নিয়ে
ফিরে এসেছো।
জানতে চাইছো, "কেমন আছো?"
আমি তখন কোথায় জানি হারিয়ে গিয়েছিলাম।
মুখে কেবল ফুটে ছিলো একটি শব্দ-
"তুমি!"