তোমার সত্ত্বায় তুমি রানী হয়ে, তোমায় সাজাও রোজ
একুল-ওকূল দু'কূলেই আজ কেই বা রাখে তার খোঁজ?
কাগজ, কাপড় সে যাই হোক, রাখছো কুড়িয়ে কাছে
ভাবনা তোমার অনুভূতিহীন, বুঝি সবারই জানা আছে।

তুমি স্বাধীন, বেশ এলোমেলো নেই কিছুতেই ভয়
শরৎ, বর্ষা, শীত, করছো এক কাপড়েই জয়।
কি জানি হঠাৎ, কি ভেবে যেনো বকছো কুবচনের বুলি
ফের সে ভাষা বদলে গিয়ে বচনে ঠাকু-মার ঝুলি।

যুগেরও বেশি এই বটমুল, তুমি আগলে রেখেছো তারে
ভুত্যবর্গ দেখে সবই তবু পাশ ফিরে দায় সারে
কে তুমি, কি ছিলে আগে, জানার নেই কারো তাড়া
বাকিটা পথ কি এমনি যাবে, বুঝি রবে ছন্নছাড়া?
-আজনাদ(২৭/০৯/১৬)
ভুত্যবর্গ= সম্প্রদায়/লোক