রাধা, আমি জানি না কতটুকু সত্য আর মিথ্যের মাঝে আজ তুমি দাঁড়িয়ে
শুধু বলতে পারি, আমার মাঝে এক বিন্দুও মিথ্যে নেই।
জীবনে প্রেমে পড়েছি বহুবার
কখনো মানবের, কখনো জীব আবার কখনো অশরীরী কিছুর।
তবে সত্যি বলছি, তুমি ছিলে আমার সাধনা
আমি চেয়েছি প্রতিটা সকাল যেন শুরু হয় তোমার মধুর শাসনে
চেয়েছি মিশে থাকো তুমি আমার প্রতিটি ভূষণে।
তোমার গন্ধ যেন খুজে পাই সাগরের পাড় ধরে একলা হেটে যাবার সময়ও
বাঁচতে চেয়েছি তোমার কোমল হাতে হাত রেখে
পাড়ি দেবার স্বপ্ন দেখেছি সহস্র ঢেউ।
এক বিন্দুও মিথ্যা বলছি না, বিধাতা জানেন, আর না জানুক কেউ।
আমার স্বপ্নকে আমি চিনি, বরাবরের মতই সে ফাঁকি দিবে আমাকে
তবু শেষবারের মত একেছিলাম তাকে।
নামও দিয়েছিলাম একটি,
রাজকুমারী।
রাধা, তুমি যদি তোমার সুখ অন্য কোথাও খুজে পাও
তবে নাইবা হলাম এই অনুকাব্য
যন্ত্রণাটা বুকে পুষে না হয় হবো যন্ত্র মানব।
দূরের কোন পাহাড় থেকে যদি বাঁশির সুর ভেসে আসে
ভেবোনা কাঁদছি, ভেবো তোমার যাতনা রাতের ঘুমপাড়ানি সুর
তুমি সুখেই থাকবে রাধা, কষ্ট গুলো আমায় দিয়ে দিও
আমি যেমনই থাকি, তোমার সুখের ডালা সাজিয়েই রাখবো।
ভালবাসি তোমাকে।