কবিতা আসে না আর,
যখন দেখি মায়ের দু'কাধে সন্তানের আতঙ্কিত সেই চোখ।
চারিপাশে অথৈইই জল,
সখের বাছুরটার গলার দড়ি খুলে কৃষক যখন চোখ মুছে চলে
তখন সে জল নগণ্যই বটে।
কবিতা আর আসে না এ কলমের কালিতে আমার...
যে ঘরে ছিলো শিশুর হাসিতে শিউলি ফুলের ঘ্রাণ
সে ঘরের মায়া ছেড়ে এক কাপড়ে ছুটে চলা, বাঁচাতে হবে প্রাণ।
আশ্রয় আজ এক সাথে জুটেছে কুকুর মানুষ মিলে
জলরাশির ঢল এই বুঝি নিলো দেশটাকে পুরো গিলে।
কবিতা আর আসে না এই মনে,
এ যে আমার অবেলার চাহনি, যা নোনা জল এ চোখের কোণে।
(বন্যার ভিডিও আর ছবিগুলো ঠিক মত ঘুমোতে দেয় না আমায়। আমি নিরুপায়, অদৃশ্য সুতোয় আমি বাধা। বলার ক্ষমতা থেকেও আমি আজ বোবা)
-আজনাদ