কেমন আছো?
অনেক দিন হয়না কথা আর।
রোজ সকালে পৌঁছুলাম কি কাজে?
রাখো না খবর তার।
কোন কিছুর সমাধানে তুমি-
সাহস দিয়ে বলো না আর আল্লাহ ভরসা।
দূর থেকে কি আমায় তুমি দেখো?
বিলাও কি সেই মায়া, ভালবাসা?
অধিকার ছিলো বলেই করেছি অনেক ভুল,
আমার দেওয়া কষ্ট গুলোর চাইছি ক্ষমা-
আরজি করো কবুল।
বাবা,
তোমার দেওয়া উপদেশ-এ চলবো আমি রোজ,
বেহেস্ত থেকে আমার তুমি, রেখো একটু খোঁজ।
জানি তুমি পাশেই আছো আমার সাহস হয়ে,
আগের মতোই তোমার দোয়ায় বিপদ যাবে ধুয়ে।
সব কথার-ই উত্তর তুমি দিচ্ছ আমি জানি,
বিধাতার সৃষ্টির রহস্যে হয়তো শুনছি না সেই বানী।
সত্যের পথে যায় যদি কভু হুমকির মুখে প্রাণ,
তোমার মতই বলে যাবো, ''আল্লাহ মহান''
-আজনাদ (০৬/০৮/২০২০)
(গত ১ আগস্ট ২০২০ ইং, আমার বাবা ইহকাল ত্যাগ করে পরকালের পথে পাড়ি জমিয়েছেন। এই কবিতাটি তার প্রতি উৎসর্গ করে লেখা)