মাঝে মাঝে তুমিও কি শুনতে পাও আমার মত...
ফিরে আসার শব্দ?
যেমনটা আমি পাই, যখন সেই পুরোনো পথে হাটি।
এখনো কি সেই গল্প করো, অন্য কারো সাথে...
যে গল্পে ছিলো কেবল আমার বিচরণ,
দোষ গুণের জোয়ার-ভাটি।
মনে পড়ে কি...
বলেছিলাম, যদি হারিয়ে যাই তবে কি চাইবে তুমি?
বলেছিলে, যেথায় হারাবে তার ঠিকানা।
সত্যটা ঠিক তার উল্টো...
তুমিই হারিয়ে গেলে,
আর স্থানটা আমার আজও অজানা।
তাইতো আমি স্থির করেছি
তোমার পথে পথিক হওয়া আমার জন্য মানা।