পৃথিবীর জানালায় নববর্ষ-  
ভেসে উঠে নীলাকাশের প্রতিচ্ছবি সাগরের বুকে,
আছড়ে পড়ে জোছনার বন্যা আকাশের কোলে ,
ঘরে ফেরা ক্লান্ত পাখির ছানার
দিগন্ত ভলোবাসায়,
বলাকার মতো মেঘের ছুটে চলা
অজানার অজানায়,
ছড়িয়ে পড়ে  শিশিরের ভালোবাসা
গাছের ছায়ায় ঘাসের বিছানায় ।

পৃথিবীর জানালায় নববর্ষ-
সৌরভ ছডায় হাজার ফুলের
প্রেমিক প্রেমিকার হৃদয়ের ভাবনায় ,
নদীর কলতানে মনমাঝির গানে
ঘুম ভেঙ্গে যায়
বাঁধ ভাংগা প্রেমের বাসনায়,
সমাধি হয় কত ভালোবাসা
কত প্রেমের জোয়ার
বেলা অবেলায়,
বুক ভেঙে বরফের পাহাড়
মিশে যায় সাগরের ভালোবাসায় ।

পৃথিবীর জানালায় নববর্ষ-
শূন্য হয় কোটি মায়ের বুক
নামধারী বিশ্বমানবতার অসভ্যতায় ,
গড়ে তোলা হয় রক্তের পাহাড়,
স্বার্থের আশায় সকল বেলায় ।
কোটি সন্তান হারানোর বেদনায়,  
আকাশে বাতাস নিষ্প্রভ হয়ে,
শীতল হয়ে যায়।
কত আলোর প্রদীপ নিভে যায়
এই গগনের আঙ্গিনায়,
কতিপয় হায় হায় দেশপ্রেম আদর্শ
আর সমাজতন্ত্রের  তকমায়।

পৃথিবীর জানালায় নববর্ষ-
মায়েদের বুকে ভরিয়ে দেই
হৃদয়ভরা ভুবনঘেরা আলোর খেলা,
ভুলে যাই সবাই দেশপ্রেমের নামে
ছলনা আর হত্যার বাণিজ্য মেলা।
রুদ্ধ করি সারা বিশ্বের
অস্ত্রের ঝনঝনানির তাণ্ডবলীলা ।