কেন এলে এতদিন পরে
আমার এই আগা ছায় জড়ানো ফুলের বাগানে
আমার এই শুভ্র মেঘের মিছিলে  
আমার এই শিশির বিহীন শুকনো মাঠে।
আমার এই বিষাদে ভরা মৌসুমে ও লগনে।

কেন এলে এতোদিন পরে
আমার এই বটতলার ছায়াহীন তটে
আমার এই বিধ্বস্ত   বাঁশের ঝাড়ে
আমার এই নয়নে থৈ থৈ করা জলে
আমার এই ভাংগা ভেলায়  সংগী হতে।

এতদিন পরে কেন এলে
আমার এই প্রানহীন সমূদ্র সৈকতে
আমার এই মরা নদীর আঁকে বাঁকে
আমার এই আকাশ বিহীন পাহাড়তলীর বুকে
আমার এই বরফ গলা জলের ঢালে।

এসো আবার ফিরে এতোদিন পরে
রং তুলিতে ছবি আঁকি আকাশের গায়ে
শুকনো হৃদয়ে আলপনা আঁকি সাগরের বুকে
ঝড় বয়ে দেই মরা গাঙের দিকে দিকে
আমার এই উদাসী তরী ভাসিয়ে দিয়ে ।