তোমার নিরব স্বর আমি শুনতে পাই
অনুভব করি শ্বাসে বের হওয়া তোমার প্রশ্বাস।
দু'চোখ বন্ধ করলে তোমার মুখখানি
কোনো প্রান্তরে জীবন বৃক্ষের তলায়
অপেক্ষমান এক সৌন্দর্যময় নারী।
আমি জানি, এই নিরব স্বর কি বলে!
বিরহের অন্তরজ্বালা আর প্রতিজ্ঞার বাহুডোর
তোমার নিরবতার কোনো শব্দের মালা নেই।
আমি জানি, কেন আমার স্মরণ তোমার মনে!
তোমার স্পন্দিত হৃদ কিসের সময় গুণে!
কেন তুমি বারবার আমি কণ্ঠস্বরে আকুল!
আমার কন্ঠস্বরে তুমি হৃদয়ে কি অনুভব করো?
আমি জানি,সব জানি, তোমার হৃদয়ে-
বয়ে চলা ঢেউয়ের তরঙ্গ কেন উঠে!
তোমার নিরব স্বর আমি শুনতে পাই
অনুভব করি শ্বাসে বের হওয়া তোমার প্রশ্বাস।