আমরা বিবর্তন চাই আর
বদলে ফেলার সওগাত চাই
আমরা চাই মাও সেতুং এর
বিপ্লবী স্লোগান গর্জে উঠুক;
লেলিন,মাকর্স আর কটু সত্যের
ম্যাকিয়াভেলি আবার আসুক
আমরা সাম্যতার নামে আর
অধিকারের নামে স্বার্থ দেখি
ক্ষমতার লড়াইয়ে বিবেক বিকাই আর
জয়গান গাই;
আমরা অর্থ লোভে ভাই হত্যা আর
বোনকে দেই অপবাদ
আমরা চুরির নামে বিচার চাই আর
বিচারে করি চুরির ভাগ।
আমরা দরিদ্রতা পুষে নিঃস্ব দেখাই আর
বিশ্ব দেই ঋণ;
আমরা পড়শির দুঃখে হেসে উঠি আর
ধনীর নামে বাহ! বাহ! করি
আমরা আত্ম গড়িমার কথা বলি আর
রাষ্ট্রের দ্রোহে হুংকার দেই
তবুও আমরা বিবর্তন চাই আর
বদলে ফেলার সওগাত চাই
আমরা বৈষম্যে সোচ্চার হয় আর
ভেঙে ফেলি তার প্রাচীর
আমরা প্রাচীনতম পিতার আহ্বানে
গড়ে তুলি বৈষম্যতা;
আমরা অনিষ্ট করি আর
আমরাই নিষিদ্ধ করি চাটুকারিতা
আমাদের ইশতেহার জানে না কোনো পথ আর
নেই কোনো লক্ষ্য;
আমরা স্বার্থান্ধের মতো মাথা ঘুচে মেনে নিয়েছি দাসত্ব
আমরা মার্কসের কথায় শ্রমিকের নায্যমূল্য চাই
লেলিনের বিপ্লবী স্বরে যুক্তিতর্কের দেখা পাই
আমরাই মাও সেতুং এর আদর্শবাদী আর
দাসত্বের স্বর্গবাসী প্রলেতারিয়েত
আমাদের ইশতেহার বিবর্তনের আর
বদলে ফেলা সওগাতের
আমরা বিবর্তন চাই আর
বদলে ফেলার সওগাত চাই।