আমাদের আর কোনো সম্পর্ক নেই
ভালোবাসা, প্রেম, আদর, স্নেহ কিছু নেই
সূর্যের তীর্যক আলোর ন্যায় ধ্বনিত স্বর
প্রথম তপ্ত আলোর প্রেম অনুভূতি
আদির অন্ধকার মুছে প্রেম ছড়িয়েছিল।
বৃক্ষের শাখাপ্রশাখা শিকড়ের গভীরে প্রথিত
অমৃতসর মাটি শুষে করে তুলে অসাড়।
ফুলের সুভাষে, সন্ধ্যার তারা নিষ্পেষিত দীর্ঘশ্বাসে
সব স্মৃতিচিহ্ন লুপ্ত হয় কিংবা হাত ঘড়ি রয়ে যায়
মনে করিয়ে দেই ভালোবাসার অভিজ্ঞান।
উষ্ণতার প্রগাঢ় চুম্বন আর আলিঙ্গনে কিছু নেই।
মৃতের মতো জীবন্ত পাথরে ফুটে তোমার প্রেম পুষ্প
পুষ্পের সুভাষ আর সেই জায়গা হৃদয় কুঠিরে।
তোমার প্রেম পুষ্পের ঘ্রাণ ছড়িয়ে যায়
সন্ধ্যা লগ্নে তুলে নাও সন্ধ্যা মালতি
আর কি যতনে করো প্রেমের আরাধনা!
আর কতই না সহজে বলে ওঠো-
'ভালোবাসি প্রিয় তোমায়!'
তুমি প্রেম পূজারিণী, আধার রাত্রীনি
আধারের গভীরে বাজে যে সঙ্গিত
কম্পিত হয় সৃষ্টির মূলে যে সুরতা
তরু তৃণ হয়ে শরীরের শিরা উপশিরা বয়ে
যে তরঙ্গ বেজে চলে
নিঃশব্দে মুঠোফোনে যার নিরব নিশ্বাস
কান্নার স্বরে ভেঙে পড়া হৃদয়খানি
আমি কান পেতে শুনি জীবনব্যাপী তার সঙ্গিত স্বর।