নিষিদ্ধ বলে যে প্রেম হয়
তাহার কি নাই কোনো হৃদয়?
সমাজে তার মিলন নেই বলে
সেই প্রেম কি ভুলে যাওয়া সহজ হয়?
তুমি আছো বলে প্রেম এতো মনোহারী
কিভাবে বোঝায় তোমায়
তুমি কাছে নেই বলে
আজ সবকিছু বিষাদময়।
যে তরু আলো ছেড়ে আধার ছুঁয়েছে
তাকে জিজ্ঞাসা করে দেখো,
নিষিদ্ধের ছোঁয়াতে সে পুড়েঁ ছারখার হয়েছে।
ভালোবাসি, কথাটি তোমার মুখে কত'না সুন্দর
হায়! তুমি যদি আমার হতে পারতে
এই সারা পৃথিবী মরুময় হলেও
তোমাতেই আমার তৃষ্ণা মিটে যেত।