শতাব্দীর পথ যদি পেরুনো যেত
পেরুনো যেত তোমার হাত ধরে কিছুক্ষণ।
যেখানে তোমার নির্মল আবেদন
বহিষ্কার না হয়ে আলিঙ্গন হতো,
কবিতার কল্প কথা না হয়ে
বাস্তবের পাহাড় চূড়ে হতো এক বসতবাড়ি।
যেখানে স্বপ্নের আলিঙ্গনে সুখ এসে জড়ো হতো
পর্বতশৃঙ্গ হতে পাখিদের কলরব
আর তোমার জড়িয়ে ধরা দু'হাতখানির বাঁধ
আমার বুকে তোমার মাথা ঘুচে
বলে চলা নিঃশব্দের প্রশ্বাস
প্রেম ও ভালোবাসার আলাপে
বলা হয়ে যেত, "ভালোবাসি!"