যার একদিন অনেককিছু বলবার আছে
বলবার আছে তার নিজের সমস্তটা প্রকাশ করার
উদ্দেশহীন পথিক হয়ে অবিচল চলা নয়
পর্বতময় আর উপত্যকার জঙ্গল ভেদে হারিয়ে যাওয়া নয়
নিজের ইচ্ছে আর উদ্দেশ্য কারো উপর ছুঁড়ে দেওয়া নয়
নির্লিপ্ত কারো উপাসনাতে নিজেকে ঘুচে দেওয়া নয়
তার এই সবকিছু তার লক্ষ্য হতে বিচ্যুত হয়ে যাওয়া;
যার একদিন অনেককিছু বলবার আছে
তার সে বলার অধিকারটুকু হারিয়ে ফেলা
তার জীবনের বড় অর্জনগুলো থেকে মুখ ফিরিয়ে নেওয়া
নির্লিপ্ত ভালো আর মন্দের প্ররোচনাতে মজে থাকা
নিজের সমস্তটাকে হারিয়ে ফেলার আর নেই কোনো পথ।
আমার এই কথাগুলো সবার বোধগম্য নয়
বোধগম্য নয় যারা ব্যধিকরণের শিকলে বন্ধি
নিজের ইচ্ছে আর সিদ্ধান্তের ভার তুলে দিয়েছে;
তুলে দিয়েছে নিজের অস্তিত্বের কারণকে ভুলে যাওয়া
আমার কথাগুলো সবার জন্যে নয়
এই বার্তাগুলো বুদ্ধিদীপ্ত নিজের সমস্তটাকে প্রকাশের
এই বার্তা যারা বড় অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ
দৃঢ় প্রতিজ্ঞ নিজের ইচ্ছে ও সিদ্ধান্তের জন্য
যারা একদিন অনেককিছু বলবার আছে
যার একদিন জ্বালবার কথা বজ্রের আলো
নিশ্চয়ই সে বহুদিন মেঘ হয়ে থাকে;
মেঘ হয়ে থাকে বৃষ্টি হয়ে প্লাবিত হওয়ার জন্য
মরুকে উর্বর ভূমিতে বদলে দেওয়ার জন্য।