তুমি কি রেখেছো স্মরণে?
তোমার স্মৃতি অকুল বাঁধে আজও মোর হৃদয়ে
ভুলি নি সেথা, যা লেখা এই হৃদয় মাঝে
শতাব্দীর কালক্ষেপণে মুছি নি কভু তাহা
বালুচরে সমুদ্র বুকে উত্তাল ঢেউয়ের তরঙ্গে
ধ্বনিত হয় তোমার নাম আজও মোর হৃদয়ে।
তবুও আকাশ যেন কাঁদে নিরবে নিবৃত্তে
পৃথিবীর বুকে যেন জমে উঠে অশ্রু-হাসি
স্মৃতি যেন কাঁধা হয়ে করে মাখামাখি।
তুমি কি ভুলে গিয়াছো সবে?
প্রেমের আলাপনে মুঠেফোনে তোমার মৃদুস্বর
মরুভূমিতে অমৃতসর জেগে উঠিত কলকল
জোড়াইত মোর এই প্রাণ, শুনিতাম শুধু কণ্ঠস্বর
কি কহিলে মোরে, শুনি নি তাহা কভু
তোমার মৃদুস্বর স্পর্শ করিতো এই পাষাণ হৃদয়টুকু।
কত অভিযোগ মোর পাণে রয়েছে তোমার
সাদরে গ্রহণ করি মোর ছিল অপরাধ।
অভিমান-জ্বালা নিবারিত বিরহে কাঁদে মোর হৃদয়
যে এসে কড়া নাড়ে এ বুকে তাহারই হৃদয়ে খুঁজে দেখি তোমারই হৃদয়
এতো খুঁজে ফিরে হারাইয়াছি নিজের হৃদয়ের পুঁজি।
মরু বুকে ঝড় উঠে, উঠে নাকো পানি
কি করে তৃষ্ণা মিটাই এই হৃদয়খানির।
তুমি কি ভুলো নাই মোরে?
মোর পথ পানে চেয়ে থাকো আজও অশ্রুসিক্ত দু'নয়নে?
মুছে নাও চোখের অশ্রু, বন্ধ করো আঁখিযুগল।
মৃত্যুর পথে, মৃত্যুর সারথি ছুটছে প্রবল বেগে
অতীতের স্মৃতি স্মরণে কেন শুকাই উঠে আঁখিযুগল?
শুকাবে না যাহা তুলে নাও এই কবিতাখানি
স্মৃতির গাঁথা বলিবে তোমায়
অপরাধ মোর হৃদয়খানি কবি বলিছে তাহাই।