আমি শীত বসন্তের আলো ছায়া বয়ে
ফাল্গুনের উচ্ছ্বাস নিয়ে সমাগত হয়েছি;
তীব্র ইচ্ছে আর আনন্দের উচ্ছ্বাসে
মেতে উঠা আনন্দের যাত্রীবাহীরা
সংগীতময় পরিবেশ আর তোমার উদ্দীপনা
কেউ যেন ক্লান্ত নই; অবিশ্রান্ত নয় অবিচলে
আমি তোমার কথা শুনতে পাই
অন্ধকারে জ্বলে উঠা জোনাকি পোকা হতে
নিভু নিভু জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের বাতি থেকে
আমি জানতে পারি হৃদয়ের সেই ইচ্ছে
যা সংগোপনে জেগে উঠে তোমার শিয়রে
কপোত-কপোতির আলাপনে এসে যাওয়া
নিষিদ্ধের ছোঁয়া আর তোমার দৃষ্টির বার্তালাপে।
আমি এড়িয়ে যেতে পারি না, যা আমি দেখি
তুমি এবং আনন্দের যাত্রীবাহি বন্ধুরা
শীতের উচ্ছ্বাস আর ছুঁড়ে ফেলা ভবিষ্যত কে
পরোয়া করে না তারা ; যা চাই তাই যেন আনন্দ
দেখতে পাই সবাই যেন উল্লাসে মত্ত
আগত আনন্দ আর তোমার আগমণে
ভ্রমণের যাত্রা হোক শুভ; শুভ হোক তোমার আগমণ
আমি এবং আমাদের আনন্দের ক্ষণ ও যাত্রাকালে
ফাল্গুনের উষ্ণ অভ্যর্থনা শুরু হোক সন্ধিক্ষণে
জীবনের স্মৃতিময় অভিযানে কবিতা হোক সমাগত বার্তা।