আহত হৃদয় ভেঙে বিধুর, শোনে নাও তুমি
যে ফুরিয়েছে বলে সে কি ফুরিয়ে যায়
সমুদ্র অতল প্রেম কি ধরার দেখা পাই!
বুঝো নাইকো তুমি কি ফুরিয়ে গেল হায়
ভালোবাসা রয়ে গেল,থেকে গেল স্মৃতিটায়
এপারওপার নদীর ভাঙন যেন রটে লয়
নতুন তীরের অবসাদ যেন সমাজ বলে কই।
হায়রে মানুষ! প্রেম কাহারে কই?
শোনিত বিক্ষোভ কহি তোমারে হে
হৃদয়ে রক্তক্ষরণ কাঁপে উষ্ণতায় কে!
দ্বিধা জাগে যখন থমকে দাঁড়াই যে
নতজানু যদি হই ক্ষমা হবে কি তাহার!
বিষাদে যার চলে জীবন দিবারাত্রি
জীবন আয়ু রয়েছে কি তাহার!
মৃত শরীরে রাত কিংবা দিন
শীতার্দ্র হয়ে মৃত মানুষের ভিড়ে থেকে যাই।
দিনের আলোতে লুকিয়ে থাকা তারারমেলা
রাতের আধারে জ্যোৎস্না ফেলা চন্দ্রিকা
ঘৃণা করো, কালিমা যেমন চন্দ্র গাঁয়ে
আঘাত করো আজন্ম তাহার জীবন বোধে
লিখে দাও হস্তে, মজ্জায়, নিয়তির অপঘাতের ডায়রিতে
এ এক ভালোবাসার মৃত্যু, পরাজয়ের অলিখিত সংবিধান।