কোথায় পালিয়ে বেড়াবে?
কোথায় নিজেকে লুকাবে?
অনুশোচনা,অভিমান,অবরোধ আর সমাজতাচ্ছিল্যতা
কালো ছায়ার মতো অন্ধকার তাড়িয়ে চলবে।
তোমার সৌখিনতা আবেগের উচ্ছলতা
যে দাগ টেনে দিয়েছে এই সমাজ
তুমি কি মনে করো সেটা মুছে যাবে!
প্রেম বিরহ মিলন কোনো কিছুই আর নেই
যা আছে তা না জানার মাঝেই আনন্দ।
বিষাদের আর বিচ্ছেদের যে স্বাদ লাভ করেছো
আমি নিজের ইচ্ছে ঠোঁটে রঙিন রক্ত লেপ্টেছি
অর্থহীন কোমল হৃদয়ে শক্ত পাথর বেঁধেছি।
আর কাছে এসো না, কখনোই কাছে এসো না
বেদনার শক্ত পাথরকে কোমল হতে দিও না
যে আহত নীলকণ্ঠে বিষ ধরে রেখেছি
সে কণ্ঠের স্বর শুনতে এসো না।
অবরোধ করো, বেরিকেড দাও, হুইসেল বাজাও
বিষধর কণ্ঠস্বরে নিজেকে আহত করো না।
যে স্মৃতির মাঝে খুঁজে চলো চঞ্চল প্রেম
তাকে খোঁজা বন্ধ করো, তার কিছু নেই।
এই পালিয়ে বেড়ানো নবযাচক
তার প্রশ্নের বাণে নিবদ্ধ
কোথায় পালিয়ে যাবে?
কোথায় নিজেকে লুকাবে?
ফুলের স্তবকে যে কালো ছায়া নেমে এসেছে
যে নামের পাপের শিখড় এসে জুঁড়েছে
চোখের কোঠরি অশ্রুতে সিক্ত হয়েছে
নতজানু ক্ষমাপ্রার্থনা করে শুধু।
এই স্মৃতি তোমায় তাড়িয়ে তাড়িয়ে ফিরবে
তুমি কোথায় পালিয়ে যাবে!
কোথায় আমি নিজেকে লুকাবো!
অনুশোচনা,অবরোধ,অভিমান আর সমাজতাচ্ছিল্য
তাড়িয়ে ফিরবে অন্ধকার কালো ছায়ার মতো।