তুমি কি বাঁচতে দেখেছো এমন কাউকে?
যে প্রেমে মৃত্যু করেছে গ্রহণ
যার শ্বাসপ্রশ্বাস চলে অবিরত
তার আত্মায় হৃদয়ের স্পন্দন
গোলাপের অনুভবের বহমান শুষ্কতা
আর যেন মনে হয়
কোনো সবুজ ফসলে ঝরে পড়া তুষারপাত।

তুমি কি প্রেম বাঁচতে দেখছে মৃত শরীরে?
চকচকে হাস্যোজ্জ্বল দু'চোখ পাথর হয়ে থাকা
মরুঝড়ে উত্তাল হয়ে উঠা হৃদয়ের জানালা
নড়বড় করে কম্পিত হয়ে ভূমিকম্পের
আগাম বার্তা বয়ে নিয়ে চলা মৃত শরীর!

কিন্তু ইয়া রব! অনুকম্পা করো মোরে
আকাঙ্ক্ষার এসকল মলিন শুষ্ক ফুল
এইসব হারিয়ে যাওয়া প্রেম আরশ থেকে
কেমন করে বর্ষিত হয়
জান্নাতের চিত্তাকর্ষক সুগন্ধি হয়ে আসে
হৃদয়ের স্পন্দনে আত্মার ক্রন্দনে
জেগে উঠা প্রেম শুধু তোমার জন্য বাঁচতে থাকে।